Wellcome to National Portal
Main Comtent Skiped

পদাবিক প্রকল্প

বর্তমানে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু রয়েছে।

০১। মূল প্রকল্প ঃ  কুমিল্লা পদ্ধতির আলোকে মানবসম্পদকে যুগপোযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সাংগঠনিক অবকাঠামো টেকসই উন্নয়নের স্বার্থে নিজস্ব পুঁজি গঠন ও সমবেত উদ্যোগের মাধ্যমে সংগঠন / প্রতিষ্ঠান ভিত্তিক কর্ম প্রয়াস।  স্থানীয় সম্পদ সৃষ্টির লক্ষ্যে নিজস্ব পুঁজি,শেয়ার, সঞ্চয় আহরনের ব্যবস্থাকরন।  সহজ শর্তে পুঁজি যোগানের লক্ষ্যে তদারকি কৃষি ও সেচযন্ত্রে ঋণ প্রদান।  কৃষি উন্নয়ন ও পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির অভিপ্রায়ে কৃষি পন্য,উপকরন ও সেচ সরবরাহের সমন্বিত প্রচেষ্টার বলয় সৃষ্টি।  প্রশিক্ষণ ও স্ব-ব্যবস্থাপনা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় নেতৃত্ব সৃষ্টি। ০২। একটি বাড়ি একটি খামার প্রকল্প ঃ  প্রকল্পের মূল লক্ষ প্রতিটি পরিবারকে মানব সম্পদের উন্নয়ন এবং অর্থনৈতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই আর্থিক কার্য্যক্রমের একক প্রতিষ্ঠান হিসাবে ২০১৫ সালের মধ্যে জাতীয় দারিদ্রতা ৪০% থেকে ২০% নামিয়ে আনা।  দেশের ৮৫০০০ গ্রামের দরিদ্র,অতিদরিদ্র পরিবারকে সমিতিভূক্ত/সংগঠনভূক্ত করে গ্রাম সংগঠন গুলোকে পুঁজি গঠনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্র বিন্দু হিসাবে গড়ে তোলা।  সংগঠনভূক্ত গ্রামের প্রতিটি পরিবারকে পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ঋণ সহায়তা প্রদান।  দরিদ্র অতিদরিদ্র জনগোষ্ঠীর সার্বিক জীবন মান উন্নযনের জন্য সম্পদ সহায়তা হিসেবে চাহিদা মাফিক গাভী/বকনা বাছুর,হাঁসমুরগী, ঘরের ঢেউটিন,শাকসব্জী বীজ গাছের চারা সরবরাহ করা ।  গ্রামীণ উৎপাদিত পন্য বাজারজাত করনের লক্ষে বিপনন কেন্দ্র স্থাপন,প্রযুক্তি হস্তান্তর, ডাটা সেন্টার ও টেলিনেট ওয়ার্ক স্থাপন করা । ০৩। আবর্তক কৃষি ঋণ কর্মসূচী ঃ  কৃষি উৎপাদন বৃদ্ধি,কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে ঘূনায়মান পল্লী উন্নয়ন ঋণ তহবিল শিরোনামে বিআরডিবি’র নিজস্ব ঋণ কার্য্যক্রম শুরু হয়।  ঋণ তহবিল প্রাপ্তিতে ব্যাংক নির্ভরতা কমে এসেছে এবং ঋণ তহবিলেরনিরাপত্তা স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। মধ্যস্বত্বভোগী ব্যাংক না থাকাতে সুদের হার ও হ্রাস পেয়েছে। ০৪। পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচী ঃ (পদাবিক)  প্রকল্প এলাকার দরিদ্র পুরুষ ও মহিলা জনগোষ্ঠীকে অনানুষ্ঠানিক দলে সংগঠিত করে আয় বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবন যাত্রার মান উন্নয়নে সহায়তা দানসহ তাদের দারিদ্র বিমোচনের ব্যবস্থা করা।  উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধি, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান,নিজস্ব পুঁজি গঠন,আয় বর্ধন মূলক কর্মকান্ড পরিচালনার জন্য ঋণ প্রদান এবং বাজারজাতকরন সুবিধা প্রদান। ০৫। সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচীঃ (সদাবিক)  আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দরিদ্র জনগোষ্ঠীকে অনানুষ্ঠানিক দলে সংগঠিত করে প্রশিক্ষণ প্রদান ও ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে পুঁজি গঠনে সহায়তা দান  আয়বর্ধক কর্মকান্ড বাস্তবায়নের জন্য জামানত বিহীন ঋণসুবিধা প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরনসহ পরিবারের আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়ন। ০৬। পল্লী প্রগতি প্রকল্প ঃ  দরিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকান্ডে প্রশিক্ষিত করার পাশাপাশি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ প্রদান করে দারিদ্র বিমোচন করা ।  সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে পল্লী অঞ্চলের কৃষিওপুষ্টি,শিক্ষা পরিবার-পরিকল্পনা পানি ও পয়ঃ নিস্কাশন ইত্যাদিসহ সকল সেবার প্রত্যাশিত মান নিশ্চিত করা এ প্রকল্পের উদ্দেশ্য ।  গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ নাম ও সার-সংক্ষেপঃ ০৭। মহিলা উন্নয়ন অনুবিভাগ(মউ)ঃ  গ্রামীণ মহিলাদের দারিদ্র দুরীকরনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন।  সমবায় সমিতি গঠন পূর্বক সদস্যাদের নিজস্ব পুঁজি গঠনে সহায়তা করা।  মহিলাদের আয়বর্ধনমূলক কর্মকান্ডে অংশ গ্রহনের জন্য প্রশিক্ষণ,ঋণ প্রদান ও তদারকি। ০৮। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের প্রশিক্ষণ ও আত্ম- কর্মসংস্থান কর্মসূচী ঃ  মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পোষ্যদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান।  আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য ঋণ প্রদান।  আয়বৃ্দ্ধির মাধ্যমে স্বনির্ভরতা অর্জন ও জীবন যাত্রার মানোন্নয়নে সহায়তা করা। ০৯। আদর্শ গ্রাম - ২ প্রকল্প ঃ  আদর্শ গ্রামে বসবাসরত ভূমিহীন ও গৃহহীন পরিবারের দারিদ্র বিমোচন।  আয়বর্ধক কর্মকান্ডে প্রশিক্ষণ ঋণ সহায়তা প্রদান।  আয়বর্ধক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়ন। ১০। অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প - ২ ঃ  যোগাযোগ সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা ।  ইউনিয়ন পরিষদকে ওয়ান স্টপ সার্ভিস ডেলিভারী স্টেশনে রূপান্তর।  স্থানীয় সম্পদের সুষ্ঠু আহরন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা ও সামাজিক পুঁজি গঠনে সহায়তা করা। নিজস্ব উদ্যোগে পরিকল্পনা প্রনয়ণ এবং ব্যক্তিগত আর্থিক অংশ গ্রহনের মাধ্যমে তা বাস্তবায়ন। ১১। গ্রামীণ মহিলাদের উৎপাদনমূখী কর্মসংস্থান ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচী (গ্রামউকসক)  গ্রামীণ মহিলাদের দারিদ্র হ্রাস এবং জীবন যাত্রার মান উন্নয়ন।  অভীষ্ঠ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আয়বর্ধন ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি  আর্থ সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে পুরুষ মহিলাদের মধ্যে বিদ্যমান বৈষম্য হ্রাস। ১২। দুস্থঃ পরিবার উন্নয়ন সমিতি ঃ (দুপউস)  গ্রামীণ বিত্তহীন পুরুষ ও মহিলা জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা  বাড়তি আয়ের দ্বারা আর্থিক উন্নয়নের মাধ্যমে বিত্তহীনদের সামাজিক উন্নয়ন তথা জীবন যাত্রার মান বাড়ানো।  কর্মসূচীর স্বয়ম্ভরতা আনয়নের লক্ষে ঋণের ঘূর্ণায়মান তহবিলের ক্রমাগত প্রবৃদ্ধি নিশ্চিত করা।